প্রকাশিত : ২৫ মে, ২০২৩ ১৯:৩৩

বগুড়ায় নিষিদ্ধ রং মেশানোর অপরাধে মসলা ঘর সিলগালা

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় নিষিদ্ধ রং মেশানোর অপরাধে মসলা ঘর সিলগালা
বগুড়ায় রান্নায় ব্যবহার করা মশলা জাতীয় পণ্য মরিচ ও হলুদের গুড়ায় ধানের তুষ ও নিষিদ্ধ রং মেশানোর অপরাধের "সুলতান বাদশা মশলা ঘর" নামের এক মসলা ভাঙ্গানোর দোকানকে এক লাখ টাকা জরিমানাসহ সাময়িক সিলগালা করেছে ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া’।
 
বুধবার (২৪ মে) বেলা ১২ টায় বগুড়া শহরের শহরের রাজা বাজারে এ জরিমানা করা হয়।অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখার আলম রিজভী।
 
ইফতেখারুল আলম রিজভী বলেন, বগুড়া শহরের রাজা বাজারে মসলায় ধানের তুষ ও নিষিদ্ধ রং মেশানোর অপরাধে ১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটিকে সাময়িক সিলগালা করা হয়েছে।
 
এসময় জেলা কৃষি বিপণন অফিস, চেম্বার অব কমার্স এবং জেলা পুলিশের একটি চৌকশ দল অভিযানে সহযোগীতা করেন। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযান শেষে সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ ও সতর্ক করা হয়।
উপরে