আদমদীঘিতে শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে নেই
যানবাহনের হাইড্রোলিক হর্ণের শব্দে মহাসড়কের পাশে যে সব বাসা রয়েছে সেই সব বাসার স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ঠিক মত পড়াশুনা করতে পারছে না। পড়তে বসলেই যানবাহনের শব্দে তাদের পড়াশুনার ব্যাঘাত ঘটছে। বাস,ট্রাক সহ বিভিন্ন যানবাহনের হাইড্রোলিক হর্ণের উচ্চ শব্দের কারনে শিক্ষার্থীদের কান চেপে ধরে পড়তে হচ্ছে। শুধু শিক্ষার্থীরা নয় প্রধান সড়কের ধারে বাসা হওয়ায় বাসার সকলকেই শব্দদূষনে অতিষ্ট হয়ে পড়েছে। পরিবহনের বিকট শব্দের কারনে রাতে ঘুম হয় না তাদের। আর ঠিক মত ঘুম না হওয়ায় মাথা ব্যাথা সহ নানা সমস্যায় পড়তে হচ্ছে সড়কের পাশের বাসা বাড়ীওআলাদের।
পরিবেশ অধিদপ্তরের জরিপ অনুযায়ী,এ এলাকায় শব্দের মাত্রা অনেক আগেই সহনীয় পর্যায় ছড়িয়ে গেছে। ফলে দিনে রাতে নানা শব্দদুষণে মহাসড়কের পাশের বাসা বাড়ীর লোকজন অতিষ্ঠ পড়েছে । শুধু আদমদীঘি উপজেলা সদরে নয়, উপজেলার সান্তাহার পৌর শহর সহ পুরো উপজেলা অসহনীয় শব্দদুষণে অতিষ্ঠ মানুষ। ফলে অল্প বয়সেই শিশুদের দেখা দিচ্ছে নানা রোগ। এসবের বিরুদ্ধে নেই কোন তদারকি।
আদমদীঘি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বী বলেন ,উচ্চমাত্র্ধাসঢ়;র শব্দদুষণে শিক্ষার্থী সহ সব মানুষেরই ক্ষতি হতে পারে। তিনি বলেন, অতিরিক্ত শব্দদুষণের মধ্যে থাকলে মানুষের শ্রবনশক্তি কমে যায়। ঘুমের ব্যাঘাত ঘটে। এ থেকে মানসিক চাপও সৃষ্ঠি হয়।
পরিবেশ সংরক্ষণ বিধি অনুযায়ী, নীরব এলাকার রাতে শব্দের সহনীয় মাত্রা ৪০ ডেসিবল (শব্দের একক)। দিনে ৫০ ডেসিবল। আবাসিক এলাকায় রাতে সহনশীল মাত্রা ৪৫ ডেসিবল ও দিনে ৬০ ডেসিবল। শুধু বাণিজ্যিক এলাকায় রাতে ৬০ ডেসিবল ও দিনে ৭০ ডেসিবল। আর শিল্প এলাকায় রাতে সহনীয় মাত্রা ৭০ ডেসিবেল ও দিনে ৭৫ ডেসিবেল। সাধারনত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও বিশেষ অফিস- আদালত এলাকাগুলিকে নীরব এলাকা হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু পশ্চিম বগুড়ার আদমদীঘি উপজেলায় শব্দের মাত্রা অনেক বেশি।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ক্ষমতাবলে শব্দদুষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা,২০০৬ অনুযায়ী, নীরব এলাকায় যানবাহনের হর্ণ (উচ্চ শব্দ সৃষ্টিকারী নিউম্যাটিক, হাইড্রোলিক বা মাল্টি টিউনড) বাজানো নিষেধ। বিধিমালার আওতায় নীরব, আবাসিক,মিশ্র, বাণিজ্যিক ও শিল্প এলাকা চিহিৃত করে শব্দের মানমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আইন অমান্য করলে প্রথমবার জরিমানা সহ বিভিন্ন দন্ডের বিধান রয়েছে। কিন্তু বেশি শব্দের কারণে কোনো যানবাহনের চালকের শাস্তি হয়েছে,এমন নজির নেই।
পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আশরুজ্জামান বলেন,এই বিষয়ে পরিবেশ অধিদপ্তর সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারে না। ট্রাফিক পুলিশ, বিআরটিএ ও জেলা প্রশাসন চাইলে ব্যবস্থা নিতে পারে। তবে পশ্চিম বগুড়ার অঞ্চলগুলি শব্দদুষণ ব্যাপক মাত্রায় জড়িয়ে গেছে।
বগুড়া জেলা বিআরটিএ পরিদর্শক ফয়েজ উদ্দীন বলেন, সাধারনত কোনো যানবাহরে হাইড্রোলিক হর্ন থাকলে,তাতে উচ্চ শব্দ হয়। এই যন্ত্রের ব্যবহার আ্ধসঢ়;ইনত নিষিদ্ধ। মোবাইল কোর্টের মাধ্যমে অনেক যানবাহনে হর্ন খুলে নেওয়া হয়। কিন্তু এর দাম কম হওয়ায় আবার তাঁরা লাগিয়ে নেন। এই সংকট সমাধানে হাইড্রোলিক হর্নের দোকান গুলিতে অভিযান চালানো হবে।
শব্দদুষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুসারে, আবাসিক,বাণিজ্যিক,মিশ্র, শিল্প ও নিরব এলাকাগুলো চিহিৃত করে সাইনবোর্ড বা সংকেত ব্যবহারের নির্দেশনা রয়েছে। বিধিমালায় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশনের সংশ্লিষ্ট
কর্তৃপক্ষকে এই দায়িত্ব পালন করতে বলা হয়েছে। তবে এই উপজেলার কোথাও এ রকম সংকেত পাওয়া যায়নি।
আদমদীঘি উপজেলা নিবার্হী কর্মকর্তা টুকটুক তালুকদার এ বিষয়ে বলেন, উপজেলার নিরব এলাকাগুলিতে যদি সাইনবোর্ড বা সংকেত না থাকে তাহলে যথাযথ আইন মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।