আদমদীঘিতে বাসযাত্রীর কাছ থেকে পাথরের মূর্তি উদ্ধার
বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার হবির মোড় নামকস্থানে বিআরটিসি বাসের এক যাত্রীর কাছ থেকে ৬ কেজি ৩৫০গ্রাম ওজনের পাথরের একটি রাধা রানীর মূর্তি উদ্ধার সহ একরামুল হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত একরামুল হক নওগাঁ জেলার পোরশা উপজেলার কালিনগর সাহাপাড়া গ্রামের মিলু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বগুড়া-নওগাঁ মহাসড়কে সান্তাহার টাউন পুলিশের বিশেষ অভিযান চলছিল। অভিযান চলাকালে উপজেলার সান্তাহার হবিরমোড় নামক স্থানে নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়া গ্রামী একটি বিআরটিসি বাস তল্লাশীকালে ওই বাসের যাত্রী একরামুল হকের কাছে থাকা একটি ব্যাগ থেকে ৬ কেজি ৩৫০গ্রাম ওজনের রাধা রানীর পাথরের মূর্তি পায় পুলিশ।
এসময় পুলিশ ওই মূর্তি উদ্ধার সহ একরামুল হককে গ্রেপ্তার করে পুলিশ। সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানায়,একরামুল হককে কেজি ৩৫০গ্রাম ওজনের মূর্তি সহ গ্রেপ্তার করা হয়। এব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা দিয়ে গ্রেপ্তারকৃত একরামুল হককে বৃহস্প্রতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।