মানুষ হিসেবে আমার সৃষ্টির সেরা জীব: রাগেবুল আহসান রিপু এমপি
ষ্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতা যুদ্ধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে সামিল হয়ে বিজয় ছিনিয়ে এনেছিল। সেদিন জাতপাতের কোন বিভেদ ছিলনা। জাতির পিতার কণ্যা বরাবরই একটি কথা বলেন ধর্ম যার যার উৎসব সবার।
আমরা সকল ধর্মের উৎসবে শরিক হই,আনন্দ উপভোগ করি। মানুষ হিসেবে আমার সৃষ্টির সেরা জীব। সবার রক্তই কিন্তু লাল। এতে কোন বিভেদ নেই। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার অসাম্প্রদায়িক বাংলাদেশে বসবাস করছি। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল নাগরিককে সমান গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করছেন।
আমরা তার প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণ সোনার বাংলাদেশ বির্নিমান করতে কাজ করে যাচ্ছি। এদেশে সকল নাগরিক সমান সুযোগ নিয়ে বসবাস করছে। ২৫ মে বৃহস্পতিবার রাতে শ্রীমৎ নিগমানন্দ পরমহংসদেব দেব প্রতিষ্ঠিত বগুড়া শহরের উত্তর বাংলা সারস্বত আশ্রমে আশ্রম কমিটি আয়োজিত ধর্মীয় অালোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে বগুড়া সদর ৬ আসনের সংসদ সদস্য বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু উপরোক্ত কথাগুলো বলেন।
এর আগে মাননীয় এমপিকে আশ্রমের অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী গৌর চৈতন্য ব্রক্ষ্মচারী আশ্রমের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তিনি তার সামনে তুলে ধরেন।
মাননীয় এমপি সরকারী তহবিল হতে তিন লাখ টাকা অনুদান দেবার ঘোষনা দেন এবং ভবিষ্যতে আরো সহযোগিতা করা হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
বগুড়ার শহরের উত্তর চেলোপাড়া উত্তর বাংলা সারস্বত আশ্রম কমিটির সভাপতি শিক্ষাবীদ সীতানাথ ঘোষের সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভা উদ্বোধন করেন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতী মহারাজ।
সভায় বক্তব্য রাখেন তপন কুমার চক্রবর্তী, উজ্জল চন্দ্র সরকার। সভায় উপস্থিত ছিলেন আশ্রমের মহারাজ দেব চৈতন্য ব্রক্ষ্মচারী, মহারাজ ধরনী কান্ত ব্রক্ষ্মচারী,কোষাধ্যক্ষ লক্ষন বনিক,রঘুনাথ সিং,সাংবাদিক চপল সাহা,সুকুমার ঘোষ প্রমুখ।