প্রকাশিত : ২৬ মে, ২০২৩ ১৮:০১

শেরপুরে পাটের বস্তা ব্যবহার না করায় ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে পাটের বস্তা ব্যবহার না করায় ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে পাটের বস্তার পরিবর্তে প্লাষ্টিকের বস্তায় চাল ভর্তি করায় তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে শেরপুর উপজেলার দুবলাগাড়ী,বাগড়া ও চকপোতা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এর নেতৃত্ব দেন শেরপুর উপজেলার সহকারি কমিশনার ( ভূমি) এসএম রেজাউল করিম।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, তিনটি চালকল ও বাছাই মিলে পাটের বস্তার পরিবর্তে প্লাষ্টিকের ব্যাগ ব্যবহার করায় যমুনা প্রসেসিং অটো রাইচ মিলের ম্যানেজার লিটন মিয়াকে ২৫ হাজার টাকা, সততা অটো রাইচ মিলের ম্যানেজার ফয়সাল আহম্মেদকে ১০ হাজার টাকা এবং রজনীগন্ধা বাছাই মিলের চালক উজ্জল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বগুড়ার পাট অধিদপ্তরের কর্মকর্তা মো. আব্দুল হালিম ও শেরপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপরে