প্রকাশিত : ২৬ মে, ২০২৩ ১৮:৪১

শেরপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

বগুড়ার শেরপুরে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মারিয়া বেগম (২২) নামের এক গৃহবধু।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে তার লাশ শেরপুর থানা থেকে ময়নাতদন্তের জন্য বগুড়ায় হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মারিয়া বেগম শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের নামা জামুর গ্রামের কাওসার হোসেনের স্ত্রী।

বুধবার বিকালে সে তার স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

শেরপুর থানার এসআই হাসান আলী জানান, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

উপরে