বুয়েট ক্যাম্পাসের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাস সংলগ্ন ডাস্টবিন থেকে একদিন বয়সী এক নবজাত ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে বুয়েট ক্যাম্পসের ডাচবাংলা ব্যাংক বুথের পাশে সরকারি ডাস্টবিনের ভেতর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দীপক বালা বলেন, শনিবার বেলা ১১টার দিকে বুয়েট ক্যাম্পসের ডাস্টবিনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নবজাতকের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক