প্রকাশিত : ২৭ মে, ২০২৩ ২৩:২০

পোরশায় ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
পোরশায় ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলার সারাইগাছী স্কুল মাঠ সংলগ্ন একটি ভবনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা আহবায়ক হাফেজ মাওলানা উমর আলী। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের নওগাঁ জেলা সভাপতি মাস্টার আশরাফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা সহ-সভাপতি মাওলানা মোশারফ হোসেন ও মশিউর রহমান, সাধারন সম্পাদক শহিদুল আলম।
 
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা উপজেলা শাখার সভাপতি পদে মাওলানা হুজ্জাতুল্লাহ শেখ ও সাধারন সম্পাদক পদে মাওলানা মামুনুর রশিদ শাহ্ সহ ২২জনের নাম ঘোষনা করা হয়। উক্ত সম্মেলনে সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপরে