প্রকাশিত : ২৮ মে, ২০২৩ ১৪:২১

আদমদীঘিতে বাসের ধাক্কায় প্রাণ গেল এক স্কুল ছাত্রের

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
আদমদীঘিতে বাসের ধাক্কায় প্রাণ গেল এক স্কুল ছাত্রের

দোকানে খাবার জিনিস কিনে রাস্তা পারাপারের সময় ঘাতক বাসের ধাক্কায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেনীর স্কুল পড়ুয়া ছাত্র ৮ বছর বছরের শিশু আবু বক্কর সিদ্দিকের। নিহত ওই শিশু উপজেলার ডহরপুর গ্রামের শামিম হোসেনের ছেলে।

রবিবার সকাল পৌনে ৮টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ডালম্বা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,আদমদীঘি উপজেলা সদরের ডহরপুর গ্রামের শামিম হোসেনের ছেলে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র শিশু আবু বক্কর সিদ্দিক শনিবার সকাল পৌনে ৮ টার দিকে মহাসড়কের রাস্তার ওপার থেকে এপারে এসে দোকান থেকে খাবার জিনিস কিনে রাস্তা পার হওয়ার সময় নওগাঁ থেকে বগুড়া গ্রামী অজ্ঞাতনামা একটি বাস স্বজোরে শিশু আবু বক্কর সিদ্দিককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি নিহন হন। এসময় ঘাতক ওই বাসটি দ্রুত পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন। 

থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা শিশুটি নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন,পরিবারের লোকজন বাদী না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। 

 

উপরে