সাপাহারে জোরপূর্বক অন্যের জায়গার উপর বসতবাড়ি নির্মাণের অভিযোগ
সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে জোরপূর্বক অন্যের জায়গার উপর বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।
জানাযায়, একই গ্রামের মৃত নূর মোহাম্মদের পুত্র মোসলেম উদ্দিন (৬০) মৌজা রামরামপুর, জে এল নং ৪০, আরএস খতিয়ান নং ৩৮/১৮৩, দাগ নং সাবেক ১০৩ হাল দাগ ৩৬৯ জমির পরিমাণ ২৩ শতক এর মধ্যে সাড়ে ১১ শতক উত্তরেংশ পৈত্রিক ও খতিয়ান সূত্রের মালিক। উক্ত জমির উপরে জোরপূর্বক বসতবাড়ি নির্মাণ ও বসতবাড়ি নির্মাণে আদালত ও থানাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে উপজেলার রামরামপুর যশইপাড়া গ্রামের ইসাহাক আলী পুত্র শিহাব আলী(২৮) সাইদুর রহমানের পুত্র সোহেল (৩০) মৃত ইসমাইল এর পুত্র ইয়াসিন আলী (৪২) ও মৃত তছির উদ্দিন পুত্র মোবারক আলী (৫৫)।
এ বিষয়ে সাপাহার সহকারী জজ আদালত নওগাঁয় বাটোয়ারা মামলা চলমান যার মামলা নং ১৩৮/২১ (বাঁটো),০৬/২০ (বাঁটো ২য় সাব জজ) সহ আদালতে নিষেধাজ্ঞা ও স্থানীয় থানায় বারবার অভিযোগ করার পরও প্রতিপক্ষরা শুনছে না কোন মানা জোরপূর্বক ইটের বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।বাধা দিতে গেলে টিম বিভিন্ন প্রকার নির্যাতনের শিকার হয়েছে বলেও জানা যায় স্থানীয় সূত্রে।