পঞ্চগড়ে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পারফরমেন্স বেজড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন(পিবিজিএসআই) স্কিমের আওতায় প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান ও প্রতিষ্ঠান সভাপতির অংশগ্রহণে উপজেলা পর্যায়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় জেলা শিক্ষা অফিসার শাহীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র জাকিয়া খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামানিক।

পঞ্চগড় প্রতিনিধি