আদমদীঘিতে পানিতে ডুবে যুবকের মৃত্যু
বগুড়ার আদমদীঘিতে পুকুরের পানিতে ডুবে জাহিদ হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত জাহিদ হোসেন সান্তাহার নতুন বাজার এলাকার আসাদুলের ছেলে। গত সোমবার রাত সাড়ে ১১ টায় বাড়ীর পার্শ্বে একটি পুকুরে পানিতে ডুবে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা যায়, সান্তাহার নতুন বাজার এলাকায় সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে একটি পুকুরে জাহিদ হোসেনের ভাসমান লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক রাকিব হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি