পার্বতীপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। সোমবার (৫ জুন) উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্য ছিল রেলী ও পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ রোপন কর্মসূচী,গাছের চারা বিতরণ, পরিবেশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সভাপতি উপজেলা আওয়ামী লীগ, পার্বতীপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহামাদুল হাসান সহকারী কমিশনার (ভূমি), মোঃ আমজাদ হোসেন মেয়র পার্বতীপুর পৌর সভা ও সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ পার্বতীপুর দিনাজপুর,মোঃ আমিরুল মোমিনীন মোমিন উপজেলা ভাইস চেয়ারম্যান ও রুকশানা বারী রুকু মহিলা ভাইস চেয়ারম্যান।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মোহাম্মদ ইসমাঈল উপজেলা নির্বাহী অফিসার পার্বতীপুর দিনাজপুর।