প্রকাশিত : ৬ জুন, ২০২৩ ১৪:১৭

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে ভোটে অংশগ্রহণ করতে হবে

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে ভোটে অংশগ্রহণ করতে হবে

নাগরিক ঐক্য’র  কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অবৈধভাবে এই সরকার ক্ষমতায় এসে ১৫ বছর দেশ শাসন করছে। তাদের দিন ফুরিয়ে আসছে। অচিরেই এই সরকারকে ক্ষমতা ছাড়তে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্ত করে ভোটে অংশগ্রহণ করতে হবে। তিনি সোমবার সন্ধ্যা ৬টায় শিবগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা বন্দরে পথসভায় বর্তমান সরকারের পদত্যাগ নির্বাচন ও সংবিধান সংস্কার সহ ১৪ দফা দাবীতে ৪ থেকে ৭ জুন গনতন্ত্র মঞ্চের ঢাকা-দিনাজপুর রোড মার্চের ২য় দিনে এক পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন। শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য’র আহ্বায়ক আব্দুল বাসেদ বাদশার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রধান সমন্বয়কারী হাসনাত কাউয়ুম, নাগরিক ঐক্যর শিবগঞ্জ উপজেলা সদস্য সচিব শহিদুল ইসলাম শহিদ, নাগরিক ঐক্য নেতা এনামুল হক প্রমুখ। উল্লেখ্য, একইদিন মোকামতলা বন্দরে শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ তাদের পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী মোকামতলা বন্দরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে। এনিয়ে কয়েকদফা উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের সার্বিক নজরদারীতে পৃথক পৃথক স্থানে দুটি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 

উপরে