বগুড়ায় স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি

বগুড়ায় স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি করেছে সংগঠনটির নেতাকর্মী।
শনিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের টেম্পল রোডস্থ গালাপট্টি মোড় সংগঠন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সংগঠন কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহফুজার রহমান। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হাই রুবেল, সহ-সভাপতি নূর আলম শাহ, হাসান আলী, সহ-সাধারণ সম্পাদক রাজ মাহমুদ কাওছার, লিমন হোসেন, সাংগঠনিক সম্পাদক সেলিম সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক হযরত আলী, কোষাধ্যক্ষ সবুজ মিয়া, দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম, প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ, ক্রীড়া সম্পাদক সাপেল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মিলন চৌধুরী, ধর্মীয় সম্পাদক রাসেল জিলাদার, সদস্য মামুনুর রশিদ, আইয়ুব আলী, রাজু আহমেদসহ প্রমুখ। এতে অংশ নেন বগুড়া স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সর্বস্তরের সদস্যরা।।