আদমদীঘির ইউপি চেয়ারম্যানের পুকুরে বিষপ্রয়োগ ২০ লাখ টাকার মাছ বিনষ্ট

বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমানের লিজ নেয়া পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ব্রুট ও পোনা জাতের বিপুল পরিমাণ মাছ বিনষ্ট করা হয়েছে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে বনতইর শেখপাড়া পুকুরে কেবা করা এই বিষ প্রয়োগ করে ২০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। এ ঘটনায় থানায় অবহিত করা হয়েছে।
জানা যায়, আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ব্যবসায়ী জিল্লুর রহমান দীর্ঘ দিন যাবত আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বন্তোইর গ্রামে সাড়ে ৮ বিঘা জলাশয়ের শেখপাড়া পুকুর লিজ নিয়ে পাঙ্গাস, সিলভারকার্প ওদেশীয়সহ বিভিন্ন জাতের পোনা ও বাজারজাত করণের মাছচাষ করে আসছিল। গত শুক্রবার দিবাগত গভীর রাতে ওই পুকুরে কে বা কাহারা বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। পরদিন শনিবার সকালে স্থানীয়রা পুকুরের মরা মাছ ভাসতে দেখে ইউপি চেয়ারমান জিল্লুর রহমানকে খবর দেন। তিনি পুকুরে পৌঁছে দেখেন ওই পুকুরে তার লালন পালন করা বিভিন্ন জাতের পোনা ব্রুট ও বাজারজাত করণের বিপুল পরিমাণ মাছ মরে বিনষ্ট হয়েছে। এতে তার ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে তিনি জানান।