আদমদীঘিতে বীর বিক্রম শহীদ আহসানুল হকের স্মরণ সভা

শনিবার আদমদীঘি উপজেলার সান্তাহারে বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট এ,কে,এম আহসানুল হকের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে। সান্তাহার শহরের রথবাড়িতে তাঁর নামে প্রতিষ্ঠিত বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ এদিন এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
বেলা সাড়ে ১১টায় কলেজের অধ্যক্ষ এ,কে,এম আসাদুল হক বেলালের সভাপতিত্বে ও শিক্ষক দেওয়ান আল আমিন বাবুর সঞ্চালনায় অনুষ্টিত স্মরণ সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ বাবুল হোসেন, শিক্ষক মাসুদ রানা, উত্তম কুমার ভৌমিক, কলেজের শিক্ষক প্রতিনিধি দীলিপ কুমার গুপ্ত, সহকারি অধ্যাপক আ,ব,ম রবিউল ইসলাম, কলেজ পরিচালনা কমিটির সদস্য কলসা আহসাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, কলেজ পরিচালনা কমিটির সাবেক সদস্য সাংবাদিক খায়রুল ইসলাম, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক জনকন্ঠের আদমদীঘি উপজেলার নিজস্ব সংবাদদাতা মো. হারেজুজ্জামান হারেজ প্রমুখ। কলেজের অধ্যক্ষ আসাদুল হক বলেন ১৯৭৮ সালের আজকের দিন পার্বত্যজেলার কাপ্তাই মাহিন্দা সেনা ক্যাম্পে তথাকথিত শান্তি বাহিনীর অতর্কিত হামলা মোকাবেলা করতে গিয়ে সম্মুখ যুদ্ধে শহীদ হন তার বড় ভাই লেফটেন্যান্ট এ,কে,এম আহসানুল হক। তাঁর বীরত্বপুর্ণ অবদানের জন্য ১৯৭৯ সালে সরকার বীর বিক্রম উপাধিতে ভুষিত করেন।