পার্বতীপুরে ৩ দফা দাবীতে তেল উত্তোলন বন্ধ

জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বাড়ানোসহ তিন দফা দাবিতে ৩ রা সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহন বন্ধ ঘোষণা করেছে জ্বালানি তেল ব্যবসায়ীরা।
রবিবার ৩ সেপ্টেম্বর সকালে দিনাজপুরের বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশন পার্বতীপুর রেল হেড পি ও এল ডিপো'র মূল ফটকে, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ও বাংলাদেশ পেট্রলিয়াম ডিলার্স ডিষ্ট্রিবিউটরস্ এজেন্টস এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটি ঢাকার নির্দেশনায়, গত ৩১ আগষ্ট দেয়া দাবী সমূহ পূরণ না করায় রোববার ৩ সেপ্টেম্বর ৩ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে তেল উত্তোলন ও পরিবহণ বন্ধ থাকবে বলে ঘোষনা দিয়েছে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এ্যাড, এটি এম হাবিবুর রহমান শাহীন এ সময় মালিক পক্ষ থেকে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক, হুমায়ুন কবির, আলহাজ্ব রজব আলী সরকার,মামুনুর রশিদ,রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে পক্ষে ছিলেন,সহ-সভাপতি শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক ফজলুল হক ভূইয়া,দপ্তর সম্পাদক সোহরাব হোসেন,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মামুনুর রশিদ,শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য জিয়ারুল হকসহ সাধারণ শ্রমিক বৃ্ন্দরা তাদের তিন দফা দাবিগুলো হলো- জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির ইকোনোমিক লাইফ ৫০ বছর নির্ধারণ করতে হবে, জ্বালানী তেল বিক্রয়ের প্রচলিত কমিশন কমপক্ষে ৭.৫০ শতাংশ করতে হবে, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।
দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক এটি এম হাবিবুর রহমান শাহীন বলেন, অনেকদিন ধরে তিনটি দাবি জানিয়ে আসছি। অথচ সরকার মানছেন না। আগে তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কমিশন বাড়ানো হতো। তাই এবার তেলের দাম বাড়লেও কমিশন বাড়েনি। ৩১শে আগস্টের দাবি বাস্তবায়নের বিষয় সমাধান না হওয়ায় ৩ রা সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকবে।