শেরপুরে ছুটি ছাড়াই বিদেশ ভ্রমণে মাদ্রাসার সুপার

ছুটি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগ উঠেছে বগুড়ার শেরপুর উপজেলার আমিনপুর শহীদ মিজানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু সাঈদ সরকারের বিরুদ্ধে। সংশ্লিষ্ট কারো কোনো অনুমতি না নিয়েই বিগত ৩১আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন তিনি। এমনকি বিদেশ ভ্রমণ শেষে কবে নাগাদ ওই মাদ্রাসা সুপার দেশে ফিরবেন তাও জানা নেই কারো। এমন পরিস্থিতে মাদ্রাসাটির শৃঙ্খলার পাশাপাশি শিক্ষা কার্যক্রমও ভেঙে পড়েছে। এছাড়া প্রতিষ্ঠানের টাকা আত্মসাতসহ নানা অনিয়মে জড়িয়েছেন সুপার আবু সাঈদ। মাদ্রাসার ম্যানিজিং কমিটির সভাপতি ও বেশকয়েকজন শিক্ষক-কর্মচারী এসব অভিযোগ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, মাদ্রাসার সুপার মাওলানা আবু সাঈদের কক্ষ খোলা থাকলেও অনুপস্থিত তিনি। তার চেয়ারও ফাঁকা পড়ে রয়েছে। এসময় জানতে চাইলে কয়েকজন শিক্ষক-কর্মচারী জানান, সুপার হুজুরের ব্যক্তিগত ফোন বন্ধ। তাই কোথায় আছেন সঠিক করে বলতে পারছেন না। তবে তবে শুনেছি ভারত ভ্রমণে গেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আমিনপুর শহীদ মিজানিয়া দাখিল মাদ্রাসার নামে অন্তত বিশ বিঘা ফসলি জমি রয়েছে। এরমধ্যে তিন বিঘা জমি ইটখোলার (ইটভাটা) মধ্যে পড়েছে। তাই সাড়ে পাঁচ লাখায় জমিগুলো লিজ দেওয়া হয়। কিন্তু এসব টাকার কোনো হদিস নেই। বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকাগুলো নিজের কাছে রেখে দেন এবং পরবর্তীতে ভুয়া ভাউচার তৈরীর মাধ্যমে ওই টাকা আত্মসাত করেন মাদ্রাসা সুপার আবু সাঈদ সরকার। এছাড়া সরকারি দিবস পালনে অনীহা, শিক্ষক-কর্মচারী এবং ম্যানিজিং কমিটির মধ্যে গ্রুপিংসহ স্বৈরতান্ত্রিক কায়দায় মাদ্রাসাটি পরিচালনা করছেন তিনি। এমনকি মাদ্রাসা পরিচালনা কমিটির একাধিক সদস্যকে না জানিয়ে কাগজে-কলমে গোপন মিটিং দেখিয়ে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারা চালাচ্ছেন বলেও অভিযোগে বলা হয়।
জানতে চাইলে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মীর্জা মালেক অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, কাউকে কিছু না জানিয়ে কোনো প্রকার ছুটি ছাড়াই মাদ্রাসা সুপার ভারত ভ্রমণে গেছেন। এটি নিয়ম-শৃঙ্খলার চরম পরিপন্থী। এছাড়া মাদ্রাসার টাকা আত্মসাতসহ তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্তে কমিটি করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর সেই অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ছুটি ছাড়া শিক্ষকদের বিদেশ ভ্রমণের কোনো সুযোগ নেই। এমনটি হয়ে থাকলে ওই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে তদন্তপূর্বক নীতিমালা অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। তবে ওই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ এখনো হাতে পাননি দাবি করে এই শিক্ষা কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠানের টাকা আত্মসাতসহ অনিয়ম-দুর্নীতি করে কেউ পার পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে অভিযুক্ত মাদ্রাসা সুপার মাওলানা আবু সাঈদ সরকারের বক্তব্য জানতে তার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। এছাড়া বিদেশে অবস্থান করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।