প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:০৫

সৈয়দপুরে খামারিদের মাঝে এক শ’ মোরগ মুরগী বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে খামারিদের মাঝে এক শ’ মোরগ মুরগী বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব খাদ্য সংস্থা এফএও উদ্যোগে ২০ জন খামারি মাঝে ১০০টি দেশী  মোরগ-মুরগী বিতরণ করা হয়েছে।  গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ওই মুরগী বিতরণ করা হয়। 

সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. শ্যামল কুমার রায় উপস্থিত থেকে খামারিদের হাতে মোরগ-মুরগীগুলো তুলে দেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের  অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ওই দিন ২০ জন খামারীর প্রত্যেককে পাঁচটি করে দেশী প্রজাতির মোরগ মুরগী প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে মোরগ একটি ও মুরগী চারটি।

 এর আগে ওই সংস্থাটির পক্ষ থেকে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় খামারিদের মোরগ-মুরগী প্রতিপালনের ওপর দুই দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

 

উপরে