বগুড়ায় গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক ময়নাকে সংবর্ধনা প্রদান
বাংলাদেশ গ্রাম থিয়েটারের তৃতীয়বারের মত নির্বাচিত সাধারণ সম্পাদক নাট্যবক্তিত্ব তৌফিক হাসান ময়নাকে সংবর্ধনা প্রদান করেছে বগুড়া আনন্দ কণ্ঠ। বগুড়া থিয়েটার কার্যলয়ে শুক্রবার রাতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন আনন্দ কণ্ঠ।
সংগঠনের সভাপতি এবিএম জিয়াউল হক বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, দপ্তর সম্পাদক এইচ আলিম, বগুড়া নাট্যদলের সভাপতি মির্জা আহছানুল হক দুলাল। বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি হাকীম এমএ মজিদ মিয়া, আসাদ হোসেন নন্দন শিল্পী গোষ্ঠির সভাপতি মতিয়ার রহমান, উচ্চারণ একাডেমির পরিচালক এড পলাশ খন্দকার, আনন্দ কণ্ঠের সাধারণ সম্পাদক রেজোয়ান ইসলাম, জোটের সাবেক কোষাধ্যক্ষ মুক্তার হোসেন, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের নির্বাহী সদস্য মোছাঃ কসমিক, নাট্যভিনেতা নজরুল ইসলাম, কলেজ থিয়েটারে বিশাল চাকীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বাংলাদেশ গ্রাম থিয়েটারের তৃতীয়বারের মত নির্বাচিত সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়নাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া থিয়েটারের দপ্তর সম্পাদক অলক পাল।