প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:০৭

আদমদীঘির স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ
আদমদীঘির স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

“সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা ও নসরতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পৃথক পৃথক ভাবে জাতীয় স্থানীয় সরকার দিবসটি পালন করেন।

সোমবার এলক্ষে বর্নাঢ্য র‌্যালী করে সান্তাহার পৌরসভা ও নশরতপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা। সান্তাহার পৌরসভা কক্ষে মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে এক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম,প্যানেল মেয়র জার্জিস আলম রতন,কাউন্সিলর হুমায়ন কবির বাদশা,আলাউদ্দীন সহ অন্যান্য কাউন্সিলরগন। অপর দিকে নশরতপুর ইউপি ভবনে চেয়ারম্যার গোলাম মোস্তাফার সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সচিব আশিকুর রহমান, ইউপি সদস্য সোহেল রানা, মনিরুজ্জামান মিলন, নজরুল ইসলাম, জুয়েল রানা, মোজাফ্ফর হোসেন প্রমুখ। 

 

উপরে