নন্দীগ্রামে আদিবাসী পরিষদের সাংগঠনিক সহ সাত সদস্য'র পদত্যাগ
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ-

ব্যাক্তিগত কারণ দেখিয়ে জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সাংগঠনিক সহ সাত সদস্য পদত্যাগ করেছে।
সোমবার (১৮সেপ্টেম্বর) জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখা থেকে ব্যাক্তিগত কারণ দেখিয়ে সেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানান তারা। পদত্যাগকৃত সদস্যরা হলেন, জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শ্রী কানাই রাম চৌহান,সদস্য শ্রী সুপদ চৌহান, ফনি বর্মন, রীতা রানী চৌহান, আরতি রানী চৌহান, সিতাবি রবিদাস, মাধবী মালি, প্রমুখ।