শিবগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত

বগুড়া শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃংখলা ও সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহরমান মোস্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, বিহার ইউনিয়ন চেয়ারম্যান মহিদুল ইসলাম, পিরব ইউপি চেয়ারম্যান আসিফ মাহমুদ মিল্টন, সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মোত্তালেব, মোকামতলা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, দেউলী ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, বুড়িগঞ্জ ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল, আটমূল ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান আবু জাফর মন্ডল, ইন্সপেক্টর তদন্ত জিল্লুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, সাব-রেজিস্ট্রার শহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ান জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিএম আব্দুল হামিদ।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা আব্দুর রশিদ, সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, তথ্য কর্মকর্তা রোমানা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসেম আলী, ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ নেসকো কর্মকর্তা মারুফ হোসেন, মোকামতলা পল্লী বিদ্যুৎ সমিতি-১ ডিজিএম আব্দুর রহিম, আনছার ভিডিপি কর্মকর্তা মুঞ্জুরুল আলম, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুবির দত্ত, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, সোহেল আক্তার মিঠু।