প্রকাশিত : ১ অক্টোবর, ২০২৩ ১৪:১৩

বগুড়ায় সূচনা শিল্পী গোষ্ঠির প্রতিষ্ঠা বার্ষিকী পলন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় সূচনা শিল্পী গোষ্ঠির প্রতিষ্ঠা বার্ষিকী পলন

বগুড়া শহরের চেলোপাড়ার সূচনা শিল্পী গোষ্ঠির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার রাতে চেলোপাড়া শাপলা চত্বরে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার প্যানেল চেয়ারম্যান পরিমল চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ এর সহকারি অধ্যাপক (ইংরেজি) মোঃ জাকির হোসেন, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি আতিকুর রহমান মিঠু, বগুড়া নান্দনিক নাট্যদলের সভাপতি তাপস নিয়োগী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূচনা শিল্পী গোষ্ঠির সভাপতি রতন কুমার সিংহ। বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি তপন কুমার রায়। আলোচনা শেষে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উপরে