ঘোড়াঘাটে ভূমিহীন ব্যক্তি ঘর পায় না কেন তদন্তের আবেদন
দিনাজপুরের ঘোড়াঘাটে জমা জমি থাকা সত্ত্বেও আশ্রয়ন প্রকল্পে ঘর পায়, ভূমিহীন ব্যক্তি ঘর পায় না কেন? তদন্তের জন্য ঘোড়াঘাট নির্বাহী কর্মকর্তা অফিসে লিখিত আবেদন করা হয়েছে।
ঘোড়াঘাট নির্বাহী কর্মকর্তা অফিসে লিখিত আবেদন সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত আরজুল্লার ছেলে ভূমিহীন ছানোয়ার হোসেন প্রায় ৩০ বছর থেকে উক্ত গ্রামের মানুষের বাড়ীর বারান্দায় বা কখনও খোলা জায়গায় পলেথিন কাগজে টোলের ঘর বানিয়ে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। উক্ত ছানোয়ার হোসেন সরকারি আশ্রয়ন প্রকল্পে ঘর পাওয়ার জন্য পর পর দুইবার ঘোড়াঘাট নির্বাহী কর্মকর্তা অফিসে আবেদনও করেছিলেন। তবুও সরকারি ঘর পাননি। আর নুরপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মমিন উদ্দিন জমা জমি ঘর বাড়ি থাকা সত্ত্বেও ঘোড়াঘাট নুরপুর মহিলা নদী রোড আশ্রয়ন প্রকল্পে সরকারি ঘর পায় কি করে? তদন্তের জন্য ছানোয়ার হোসেন ঘোড়াঘাট নির্বাহী কর্মকর্তা অফিসে লিখিত আবেদন করেছে বলে জানা গেছে।