জামালপুরে জমি নিয়ে বিরোধ সংঘর্ষে নিহত ১

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে শামীম মিয়া (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ কুশলনগর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত শামীম মিয়া উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ কুশলনগর এলাকার রফিকুল ইসলাম ওরফে নায়েব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ কুশলনগর এলাকার সাইফুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন যাবত চাচাতো ভাই রফিকুল ইসলাম ওরফে নায়েব আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।
মঙ্গলবার সকালে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শামীম মিয়া,জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলামের স্ত্রী গোলাপী বেগমসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শামীম। আহতরা বকশীগঞ্জ ও শ্রীবরদী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মৃত্যুর বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন নিলাক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বার্তা২৪.কম-কে বলেন, খবর পেয়েই দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। এখনো কোন অভিযোগ পাইনি। তবে এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।