শিবগঞ্জে মাদক সেবন ও বিক্রি এবং গ্রেফতারী পরোয়ানা মূলে ১১ জন আটক
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রি এবং গ্রেফতারী পরোয়ানা মূলে ১১ জনকে গ্রেফতার করেছে।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, শিবগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই বেলাল, আব্দুর রাজ্জাক, মনোয়ার, সোহরাব, এএসআই রফিকুল ইসলাম, উজ্জল পৃথক পৃথক স্থানীয় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবন এবং বিভিন্ন মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন মাদক মামলার আসামী শিবগঞ্জ থানার বানাইল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ময়নুল ইসলাম, একই থানার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া গ্রামের ইলিয়াছের ছেলে জালাল রহমান ওরফে লিলু, চালুঞ্জা কালিতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম, বগুড়া সদর থানার নামুজা শাহ পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল মালেক, গ্রেফতারী পরোয়ানা মূলে আটককৃত আসামীরা হলেন বগুড়ার শিবগঞ্জ থানা মধুপুর গ্রামের জিল্লু শেখের ছেলে ফারুক হোসেন, একই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে জিল্লু শেখ, দেলোয়ারের স্ত্রী রিফা বেগম, জিল্লুর ছেলে দেলোয়ার হোসেন, জিল্লুর ছেলে শরিফুল ইসলাম, ধাওয়া কান্দি গ্রামের মজিবর রহমানের ছেলে আবু সায়েম, আলীগ্রাম এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম। আটককৃতদের মামলা মূলে জেলহাজুতে প্রেরণ করা হয়েছে।