আদমদীঘির আ’লীগ নেতা ডিএম দুলাল আর নেই

বগুড়ার আদমদীঘি উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সান্তাহার সোনারবাংলা মার্কেটের ডিএম কথষ্টোরের সত্বাধীকারী কলসা নিবাসী খলিলুর রহমানের বড় ছেলে ডিএম দুলাল (৫৫)আর নেই। তিনি গতকাল সোমবার ভোর সাড়ে ৫টায় নওগাঁ আধুনিক সদর হাসপাতালে হ্নদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন(ইন্নাল্লিহি...রাজিউন)। মৃত্যুকালে সে স্ত্রী,দুই ছেলে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান। সোমবার বাদ মাগরিফ মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ডিএম দুলালের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে,সাবেক সাংসদ প্রবীন আ’লীগ নেতা কছিম উদ্দীন আহম্মেদ,আদমদীঘি উপজেলা চেয়রম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড.শেখ কুদরত-ই-এলাহী কাজল,সহ-সভাপতি আবু রেজা খান,নাজিমুল হুদা খন্দকার,হুমায়ন কবির বাদশা,এরশাদুল হক টুলু,আব্দুল হক আবু,যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা,নিসরুল হামিদ ফুতু,সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল,মোশারফ হোসেন,সুমিনুল ইসলাম,প্রচার সম্পাদক জিআরএম শাহজাহান,দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু,সান্তাহার পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,সম্পাদক জাহিদুল বারী সহ আ’লীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগ,ছাত্রলীগ নের্তৃবৃন্দ।