শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া শিবগঞ্জে উপজেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এরফান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৩৭ বগুড়া ২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ।
উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লা, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্চয়। এসময় উপস্থিত ছিলেন
উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির নেতা সানাউল হক সানা, ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, জামিরুল ইসলাম রনি, জিয়াউর রহমান জিয়া সহ উপজেলা জাতীয় পার্টির নব গঠিত কমিটির নেতৃবৃন্দ।