নন্দীগ্রামে বিএনপি নেতার ইমো আইডি হ্যাক করে প্রতারণা

বগুড়া নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি আলেকজেন্ডারের ইমো আইডি হ্যাক হয়েছে। উক্ত ঘটনায় গত মঙ্গলবার রাতে নন্দীগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা গেছে মঙ্গলবার (০৪ অক্টোবর) সন্ধা ৬টার দিকে অজ্ঞাতনামা এক প্রতারক চক্রের সদস্য তার ইমো আইডি থেকে পৌর বিএনপির সভাপতি মোঃ আলেকজেন্ডারের ইমো আইডিতে ফোন দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কথা বলবে বলে তার ইমো আইডির পাসওয়ার্ড চায়। বিএনপির ওই নেতা সরল মনে প্রতারক চক্রের সদস্যদের হাতে পাসওয়ার্ডটি দিয়ে দেয়। এরপর প্রতারক চক্রটি ইমো আইডি হ্যাক করে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছি বলে ভয়েস মেসেজ পাঠিয়ে বিএনপির নেতাকর্মীসহ তার আত্মীয়স্বজনদের কাছ থেকে ০১৬৪০-৩৬৯৪৩০ উক্ত নাম্বারে এপ্রর্যন্ত ৫০হাজার টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক চক্রটি। তবে থেমে নেই প্রতারক চক্রের টাকা হাতিয়ে নেওয়ার প্রতারনা, অনেক কেই মেসেজ দিয়ে টাকা চাচ্ছেন প্রতারক চক্রটি বলে জানা যায়। এবিষয়ে বিএনপি নেতা আলেকজেন্ডার এই প্রতিনিধিকে বিস্তাারিত ঘটনাটি বলেন, আমি গত মঙ্গলবার সন্ধ্যায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে অবস্থান করি । হুট করে অজ্ঞাতনামা এক ব্যক্তি তার ইমো আইডি থেকে আমার ইমো আইডিতে কল করে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আপনার সাথে কথা বলবে আমি ওনার ভাতিজা আপনার ইমো আইডির পাসওয়ার্ড টা আমাকে দেন। আমি সরল মনে তাকে আমার ইমো আইডির পাসওয়ার্ড টা দিয়ে দেই। একটু পর আমার ইমো আইডিতে আমি আর প্রবেশ করতে পারি না। পরবর্তীতে জানিতে পারি যে প্রতারক চক্রটি আমার ইমো আইডি হ্যাক করে আমার আত্মীয়-স্বজনদের কাছ থেকে আমি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছি বলে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্রটি। তৎক্ষণাৎ আমি থানায় একটি সাধারন ডায়েরি করেছি। তিনি আরো বলেন প্রতারক চক্রটি যেন আর কারোর কাছ থেকে টাকা হাতিয়ে না নিতে পারে সেজন্য সঙ্গে সঙ্গে আমি আমার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে সবাইকে সতর্ক করে দেই। বিএনপি'র এই নেতা তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বলেন, একটি প্রতারক চক্র আমার ইমো আইডি হ্যাক করে আমি অসুস্থ আছি বলে আমার বিভিন্ন আত্মীয়-স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। আমি ইমো আনইনস্টল করেছি। ‘সতর্ক থাকুন অনেকের কাছে বিভিন্ন মেসেজ পাঠাচ্ছে। সবাই এড়িয়ে চলুন। আমি আমার ইমো আইডি আনইনস্টল করেছি। সবাই সতর্ক থাকুন। জানতে চাইলে নন্দীগ্রাম থানার এসআই বিকাশ চক্রবর্তী জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।