প্রকাশিত : ১ নভেম্বর, ২০২৩ ১৪:০৫

বিরামপুরে ৩৭০০ কৃষক পেলেন সার-বীজ

বিরামপুর, দিনাজপুর
বিরামপুরে ৩৭০০ কৃষক পেলেন সার-বীজ
বিরামপুর উপজেলায় সরিষার আবাদ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৭শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে।
 
উপজেলা কৃষি চত্বরে সার-বীজ বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস প্রমূখ। ৩ হাজার ৭শ’ কৃষকের প্রতিজনকে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি বিতরণ করা হয়েছে। 
উপরে