প্রকাশিত : ১ নভেম্বর, ২০২৩ ২১:৪৫

শিবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে শহীদ হাফিজার রহমান মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী। এসময় উপস্থিত পল্লী উন্নয়ন কর্মকর্তা হাশেম আলী, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুর ইসলাম,
মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন শিবলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আক্তার মিঠু, আলোচনা সভা শেষে বিভিন্ন প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণ বিতরণ করা হয়। ঋণ প্রাপ্তদের মধ্যে শিবগঞ্জ সদর ইউনিয়নের শাওন ভার্মি কম্পোষ্টা সার প্রস্তুত কারক প্রতিষ্ঠানের স্বত্ত্বাধীকারী শাওন মিয়া ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন।

উপরে