প্রকাশিত : ২ নভেম্বর, ২০২৩ ২১:৩৬

নন্দীগ্রামে বিস্ফোরক মামলায় বিএনপির দুই নেতা গ্রেপ্তার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে বিস্ফোরক মামলায় বিএনপির দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ককটেল বিস্ফোরক মামলায় পৌর বিএনপির দুই নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-নন্দীগ্রাম দক্ষিণ পাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৫৫) ও একই এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আনছার আলী (৬২)।

জানা যায়, আব্দুল মজিদ পৌর বিএনপির সহ-সভাপতি ও আনছার আলী পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। বিস্ফোরক আইনের মামলায় এ পর্যন্ত বিএনপি ও যুবদলের মোট ১০জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

উপরে