প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২৩ ২১:২৪
পর্যটকদের ছায়া ও পরিযায়ী পাখিদের আশ্রয়স্থলে

সাপাহারে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী জবই বিলে বৃক্ষ রোপণ র্কমসূচীর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার ঐতিহ্যবাহী জবই বলিরে রাস্তার ধারে কৃৃষ্ণচূড়া, বকুল সহ বিিভন্ন শোভাবর্ধক গাছরে চারা রোপণ করে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা। 

জানা যায়, বিলের সুন্দর্যবর্ধন,পর্যটনদের ছায়ার ব্যবস্থা ও পরিযায়ী পাখিদের অভয়াশ্রম সৃষ্টির উদ্দেশ্যে “শোভিত কানন” নামে উক্ত বৃক্ষ রোপণ র্কমসূচী গ্রহণ করনে উপজলো প্রশাসন।

নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা বলনে, বিলের ধারে শোভার্বধন গাছরে চারা রোপণ করে বৃক্ষ রোপণ র্কমসূচীর উদ্বোধন করা হলো। 

বিলের ধারে এই গাছ বড় হলে নানা রঙে ফুলে ছেয়ে যাবে বিল পাড়ে যা পর্যটকদরে আকৃৃষ্ট করবে।  এ গাছগুলো স্থানীয় ও পরিযায়ী পাখিদের আশ্রয়স্থল হবে। এছাড়া পর্যটকদের ছায়াও দেবে গাছগুলো।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, ডিসি ফুড আব্দুর রহিম, ফরেষ্ট রেঞ্জার শাহাদত হোসেন, আরডিও আলমগীর হোসেন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

পরে জেলা প্রশাসক খঞ্জনপুর গুচ্ছ গ্রামে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ পরির্দশন করেন এবং উপজেলা পরষিদ চত্বরে নবনির্মিত বাগান “নিকুঞ্জ”এর উদ্বোধন ও বাগানে ফলের চারা রোপণ করনে।

 

উপরে