বগুড়ায় শিল্পসন্ধ্যা অনুষ্ঠিত
বগুড়া শেরপুরে গত শুক্রবার সন্ধ্যায় শহরের হাসপাতাল রোডে অবস্থিত মডার্ন ক্লিনিক এর ছাদে শেরপুর সংস্কৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিল্পসন্ধ্যা।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সামিট স্কুল এ্যান্ড কলেজের শিক্ষা প্রশাসক সাইফুল ইসলাম লিপু। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মনিরুজ্জামান স্বপন, ডা. জোবায়েদ সুলতান ও ডা. রাফসানা জাহান রিম্মী। সংগঠনের সভাপতি নাহিদ হাসান রবিন এর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি সাহাব উদ্দীন হিজল, আবু সাঈদ ফকির, বিবর্ণ আলম, রোকসানা আক্তার রিয়া ও আনিয়া মাখদুমা আনু। কবিতা আবৃত্তি করেন আবু তালহা মো. এরশাদুজ্জামান।
অনুষ্ঠানে চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী কে সম্মাননা স্মারক, সংগীতে বিশেষ অবদানের জন্য মো. তোফাজ্জল হোসেন ও মারিয়াম কে সংগীতশিল্পী সম্মাননা ও সাহিত্য অঙনে নতুন বিচরণের জন্য আনিয়া মাখদুমা আনু কে উদ্দীপনা সাহিত্য
সম্মাননা প্রদান করা হয়।
পরে রাত ৮টায় সেলিনা সুলতানা লিখনের পরিচালনায় এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আব্দুল হাই বাবু, ডা. জোবায়েদ সুলতান, তোফাজ্জল হোসেন, অমিত হাসান মুক্ত, নাহিদ হাসান রবিন, সাইরা আনজুম শিহা, সেলিনা সুলতানা লিখন, মারিয়াম, আবু সাঈদ ফকির, আব্দুর রাজ্জাক ও রজেদা পারভীন। রাত ১১টায় এই অনুষ্ঠান শেষ হয়।