সামাজিক সচেতনার মাধ্যমে সমাজ গড়তে হবে
বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে পুলিশ সুপার মো.শাহাব উদ্দিন বলেছেন, সামাজিক সচেতনার মাধ্যমে সমাজ গড়তে হবে। সমাজ থেকেমাদক, সন্ত্রাস, নৈরাজ্য, ইভটিজিং, জঙ্গিবাদ, অপকর্ম রোধ করতে হলে সকল মানুষকে সোচ্ছার হতে হবে। পুলিশ বাহিনীর একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। পুলিশ বাহিনীকে সহায়তা করতে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পাড়া মহল্লায় ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে। স্মাট বাংলাদেশ বির্নিমানে এগিয়ে আসতে হবে সকলকে।
তিনি শনিবার সকালে আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সান্তাহার রেলওয়ে পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শহরের বিভিন্ন রাস্তায় বর্নাঢ্য র্যালী শেষে রেলওয়ে জংশন স্টেশনে এক আলোচনা সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম
খান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগ নেতা আশরাফুল ইসলাম মুন্টু,আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম,স্টেশন মাষ্টার হাবিবুর রহমান প্রমুখ।
পরে পাকশী রেলওয়ে বিভাগীয় পুলিশ কমিউনিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় সান্তাহার স্টেশন মাষ্টার হাবিবুর রহমান ও রেলওয়ে থানার কমিউনিটি পুলিশের শ্রেষ্ঠ অফিসার এসআই বাশারকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।