প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২৩ ১৩:১২

বিএনপির সাথে দেশের জনগণ নেই, আছে কিছু সন্ত্রাসী: মজনু

প্রেস বিজ্ঞপ্তি
বিএনপির সাথে দেশের জনগণ নেই, আছে কিছু সন্ত্রাসী: মজনু
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, বিএনপির সাথে দেশের জনগণ নেই, তাদের সাথে আছে কিছু সন্ত্রাসী। যারা হরতালের নামে অগ্নি সন্ত্রাস, পেট্রোল বোমা ও গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আছে। আমরা জীবন দিয়ে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করবো। 
 
রবিবার বেলা ১১টায় শহরতলী বনানী স্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  বগুড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে  সারা দেশব্যাপি বিএনপি-জামাতের অবৈধ হরতাল-অবরোধের নামে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ায় শান্তি মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
তিনি আরও বলেন, সামনের নির্বাচনে পরাজিত হবে জেনেই শান্তিপূর্ণ আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও এই হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। তাদের নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আওয়ামী লীগ বদ্ধপরিকর। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকবে আওয়ামী লীগ।
 
জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান মিন্টু, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক আবু ওবাইদুল হাসান ববি, শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য গৌতুম কুমার দাস, আলমগীর হোসেন স্বপন, আব্দুল্লাহ আল ফারুক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন,, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, শ্রমিক লীগ নেতা আব্দুস সালাম, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ।
 
এর আগে বনানী এলাকায় বিএনপি-জামাতের অবৈধ হরতাল-অবরোধের প্রতিবাদে শান্তি মিছিল করে আওয়ামী লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপরে