শেখ হাসিনা দরিদ্রবান্ধব প্রধানমন্ত্রী: খাদ্যমন্ত্রী
বর্তমান সরকার দারিদ্র দূরীকরণে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকারকে গরীবের সরকার এবং শেখ হাসিনাকে দরিদ্রবান্ধব প্রধানমন্ত্রী বলে উল্ল্যেখ করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
মঙ্গলবার সকাল ১০টায় খঞ্জনপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। গ্রামে কিংবা শহরে বিদ্যুৎ সংযোগ নাই এমন বাড়ি খুঁজে পাওয়া দুস্কর। দলমত নির্বিশেষে সকল মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে সরকার। বিএনপি জামাত করে বলে কাউকে বিদ্যুৎ এর সুবিধা থেকে বঞ্চিত করা হয়নি।
সরকারের প্রচেষ্টা ছিল বলেই উন্নয়ন তৃণমূল পর্যায়ে পৌঁছেছে। উন্নয়নের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন টেকসই হবে। এসময় তিনি আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দেওয়ার আহবান জানান।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল শক্তিই কৃষি। জাতীয় আয়ের সিংহভাগ আসে এই কৃষি থেকে। ফলে চাষাবাদ পদ্ধতিকে আরও আধুনিকায়ন এবং উৎপাদনশীল করার লক্ষ্যমাত্রা নিয়ে সরকার বিভিন্ন সময় নানা কর্মসূচি গ্রহণ করেছে। ভর্তূকি মূল্যে সার,ট্রাক্টর ও সেচসহ নানা প্রণোদনা দিয়ে আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করছে বলে উল্ল্যেখ করেন খাদ্যমন্ত্রী।
তিনি আরো বলেন, ২০১৪ ও ২০১৮ সালে বিএনপি -জামাত আগুন সন্ত্রাস করে শত শত গাড়ি পুড়িয়েছে। দেশের সম্পদ নষ্ট করেছে। গাড়ির মালিকদের প্রধানমন্ত্রী ক্ষতিপূরণ দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে সরকার করোনাকাল অতিক্রম করেছে দক্ষতার সাথে। তারপর রাশিয়া -ইউক্রেন যুদ্ধের কারনেও আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তা অন্য কোন সরকার পূর্বে করতে পারেনি। বিএনপি দেশে কোন উন্নয়ন করতে পারিনি বলেও উল্ল্যেখ করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, তারা ভোটে আসবেনা। তারা ভোট বানচাল করার চেষ্টা করলেও সফল হবেনা। ভোট বানচালের চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে উল্ল্যেখ করেন তিনি। এর আগে খাদ্যমন্ত্রী ভিওইল উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন।