প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৩ ২১:৩৮

আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শহীদুল্লাহ হাউজ

প্রেস বিজ্ঞপ্তি
আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শহীদুল্লাহ হাউজ

বীট মডেল স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বীর মুক্তিযোদ্ধা মমতাজউদ্দিন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে চারটি হাউজ খেলায় অংশগ্রহণ করে।

ফাইনাল খেলায় শহীদুল্লাহ হাউজ ২-০ গোলে জসীমউদ্দিন হাউজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. সাহাবুদ্দীন সৈকতের সভাপতিত্বে পুরস্কার বিতরণী
অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। এসময় শিক্ষক- শিক্ষিকামণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবশেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক অরুপ রতন শীল।

উপরে