আদমদীঘিতে চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১
বগুড়ার আদমদীঘি উপজেলার অন্তাহার গ্রাম থেকে ১০ লিটার চোলাই মদ সহ জুয়েল হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়েল হোসেন ওই গ্রামের এন্তাজ আলীর ছেলে।
গত সোমবার রাতে আদমদীঘি থানা পুলিশের একটি দল অন্তাহার গ্রামে অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, জুয়েল দীর্ঘ দিন থেকে তার বাড়িতে চোলাই মদ তৈরী করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। তার বাড়িতে চোলাই মদ তৈরী হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গত সোমবার রাতে অন্তাহার গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ১০ লিটার মদ সহ জুয়েলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানের সময় জুয়েলের সহযোগী তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যায়।
গ্রামবাসী জানায়, এর আগেও মাদক কারবারে জড়িত থাকার অপরাধে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, জুয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে বগুড়া আদালতে পাঠানো হয়েছে ।