প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২৩ ১৪:০৬

বগুড়ায় চলন্ত সিএনজি থামিয়ে আগুন দিল অবরোধকারীরা

অনলাইন ডেস্ক
বগুড়ায় চলন্ত সিএনজি থামিয়ে আগুন দিল অবরোধকারীরা

বগুড়ায় সিএনজি চালিত একটি অটোরিকশায় আগুন দিয়েছে অবরোধকারীরা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের বারপুর ঝোপগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

সিএনজি চালক রফিকুল ইসলাম বলেন, 'তিনমাথা থেকে মাটিডালী দিকে ফাঁকা সিএনজি নিয়ে কাজে যাচ্ছিলাম। এসময় ঝোপগাড়ী এলাকার পৌঁছাতেই ১০-১৫ জন ব্যক্তি আমার সিএনজি থামায়। এরপর তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং একটি ককটেল নিক্ষেপ করে সিএনজিতে আগুন লাগিয়ে দেয়। এতে ককটেলের স্প্রীন্টারের আঘাতে আমি আহত হই। '

তিনি আরও বলেন, পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, সিএনজিতে অবরোধকারীরা আগুন দিয়েছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

উপরে