প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২৩ ১১:৫০

শিবগঞ্জের আটমূল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জের আটমূল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ভাইয়ের পুকুর বন্দরের অদূরে কাটবাসনা মাঠের শশান ঘাট এলাকার পুকুর পাড়ের উত্তর পার্শ্বে তাল গাছের নিচে আব্দুল হাকিমের ধান ক্ষেতে কিচক ইউনিয়নের গাংগইট গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৪৪) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম আক্তার বিথী জানায়, ৫/৬মাস পূর্বে তার সঙ্গে আমার ২য় বিবাহ হয়। বিয়ের পর থেকে আমরা বগুড়া ঠনঠননিয়াতে ভাড়া বাসায় বসবাস করি। এক পর্যায়ে সে বাড়ি থেকে ২ দিন আগে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে কিচক গাংগইটে তার নিজ গ্রামের বাড়ীতে যাবে বলে বাড়ী থেকে বের হয়ে যায়। তারপর পরঘটনার দুই দিন পর জানতে পারি শিবগঞ্জ থানা পুলিশ আটমূল ভাইয়ের পুকুরের কাটবাসনা শশান ঘাট এলাকা থেকে তার অর্ধগলিত মৃত দেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী মরিয়ম আক্তার বিথী আরো জানাই জানায়, ৫/৬মাস পূর্বে তার সঙ্গে আমার ২য় বিবাহ হয়। বিয়ের পর থেকে আমরা বগুড়া ঠনঠননিয়াতে ভাড়া বাসায় বসবাস করি।একপর্যায়ে সে আমার নিকট থেকে বাড়িতে ২ দিন আগে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে কিচক গাংগইটে তার নিজ গ্রামের বাড়ীতে যাবে বলে বাড়ী থেকে বের হয়ে যায়।

এরপর খোজ নিয়ে জানা যায়, সে গ্রামের বাড়িতে যাননি। এখবর পেয়ে আমরা পরিবারের লোকজন তার খোজখবর নিতে থাকি। দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন চলাফেরা করত। মাঝে মধ্যে সে বাড়ী থেকে কাউকে না বলে বিভিন্ন জায়গায় গিয়ে ১০/১২ দিন পর্যন্ত বাহিরে অবস্থান করত। অনেক সময় তার খোজখবর করে তাকে বাড়ীতে আনতে হত। এক পর্যায়ে ৮ নভেম্বর বুধবার শিবগঞ্জ উপজেলার কাটবাসনা মাঠের শশান ঘাট এলাকার পুকুর পাড়ের উত্তর পার্শ্বে তাল গাছের নিচে আব্দুল হাকিমের ধান ক্ষেতে সকালে রংপুরের ধান কাটা কামলারা দুর্গন্ধ অনুভব করতে থাকে। ধান কাটার একপর্যায়ে তারা শশান ঘাট এলাকার পুকুর পাড়ের উত্তর পার্শ্বে তাল গাছের নিচে আব্দুল হাকিমের ধান ক্ষেতে মৃত দেহ দেখতে পায়। খবরটি জানা জানি হয়ে গেলে আশেপার্শ্বের লোকজন মৃত দেহটি দেখতে ভিড় করতে থাকে। একপর্যায়ে এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্য মেম্বার আব্দুল মতিনকে ঘটনাটি জানায়। ইউপি সদস্য আব্দুল মতিন ঘটনাটি আটমূল ইউনিয়ন
পরিষদ চেয়ারম্যান বেলাল হোসেনকে অবগত করেন। বেলাল হোসেন সঙ্গে সঙ্গে মৃত দেহটির খবর শিবগঞ্জ থানায় অবগত করেন। খবর পেয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফের নির্দেশে এসআই আশরাফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌছান। মৃত দেহটি প্রাথমিক পর্যবেক্ষণ শেষে ময়না তদন্তের জন্য সুরত হাল প্রতিবেদন তৈরি করে।

ঘটনাটি পুলিশের উর্ধতন কর্র্তৃপক্ষকে জানানোর পর সহকারি পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল তানভীর হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এসময় শিবগঞ্জ থনা অফিসার ্ইনচার্জ আব্দুর রউফ, ইন্সপেক্টর তদন্ত জিল্লূর রহমান , সহকারি পুলিশ পরিদর্শক ইব্রাহিম সহ প্রয়োজনীয ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় সহকারি পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল তানভীর হাসান জানান, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। মৃত দেহে কোনো ক্ষত চিহ্ন পাওয়া যায় নি। তার পড়নে লুঙ্গি ও আকাশি রঙ্গের শার্ট পরিহিত অবস্থায় ছিল। তবে দুস্কৃতিকারীরা তার মুখমন্ডল বিকৃত করার জন্য এসিড জাতীয় তরল পদার্থ দিযে চেহেরা বিকৃত করে ফেলে। ফলে তার মুখ মন্ডল ও মাথার মাংস পচন ধরায় চেহেরা বিকৃত হয়ে যায় এবং চোয়ালের দাত বেরিয়ে আসে। ঘটনাটি দুই এক দিন আগে ঘটতে পারে। প্রাথমিক ভাবে
ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। ময়না তদন্তের জন্য লাশ শহিদ জিয়াউর রহমান মেডেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত ব্যক্তির হত্যার রহস্য উদঘাটনে সহায়ক ভূমিকা পালন করবে। যেহেতু এটি একটি হত্যাকান্ড এব্যাপারে শিবগঞ্জ থানায় তার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে। মৃত দেহের ময়না তদন্ত শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এর এঘটনার কিছুক্ষনের মধ্যেই খবর পেয়ে বগুড়া গয়েন্দা শাখার ডিবি ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজ হাসান নেতৃত্বে এসআই মজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ হত্যা কান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে তারা মৃত ব্যক্তির গ্রামের বাড়ি উপজেলার কিচক ইউনিয়নের ধারিয়া গাংগইট গ্রামে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন। উক্ত মৃত্যুর ঘটনায় এলাকায় বিভিন্ন কানাকানি শোনা যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের খোজে বের করে আইনের আওতায় শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও তার পরিবারের সদস্যবৃন্দ।

উপরে