প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২৩ ১২:১০

বগুড়ায় ওয়ার্ড কাউন্সিল মিন্টুর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
বগুড়ায় ওয়ার্ড কাউন্সিল মিন্টুর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বগুড়া পৌরসভার ১৯নং ওয়ার্ড কাউন্সিলর  ও আওয়ামী লীগ নেতা মো. লুৎফর রহমান মিন্টুর নামে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সদরের মানিকচক এলাকার রোহান চৌধুরীর প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

বুধবার বিকেলে সদর উপজেলার মানিকচক বন্দরে ১৯ নং ওয়ার্ড নাগরিক কমিটি এ মানববন্ধনের আয়োজন করে। 

নাগরিক কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আইয়ুব আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই এলাকার জনপ্রিয়  কাউন্সিলর লুৎফর রহমান মিন্টুর নামে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা করা হয়েছে। গত ১০ অক্টোবর রোহান চৌধুরীকে বগুড়া কোর্ট চত্বর থেকে তুলে নিয়ে গিয়ে এই এলাকার চিহিৃত সন্ত্রাসীরা নিমর্মভাবে হত্যা করেছে। আমরা এই হত্যাকান্ডের নিন্দা জানাই। অবিলম্বে এ ঘটনার সাথে জড়িদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পাশাপাশি কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করে জননন্দিত কাউন্সিলরসহ আরো কিছু নিরিহ মানুষকে এই হত্যা মামলায় আসামী করা হয়েছে। কাউন্সিলর লুৎফর রহমানের নামে মিথ্যা মামলা করায় গত একমাস যাবৎ ১৯ নং ওয়ার্ডের মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই অবিলম্বে কাউন্সিলরের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি। তান না হলে আগামী দিনে এলাকার মানুষ এর চেয়ে কঠোর কর্মসূচি ঘোষনা করবে। 

সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম মামুনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম ডাবলু, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর এম আর ইসলাম রফিক, ডাঃ মুকুল চন্দ্র সাহা, ডাঃ শাহিদুল ইসলাম, প্রভাষক জাকারিয়া, ইঞ্জিনিয়ার রোকনুজ্জামান রিপন, আতাউর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, শিল্পি বেগম, লুৎফা বেগমসহ প্রমুখ। 

মানববন্ধনে এলাকার  শত শত নারী-পুরুষ অংশ নেয়। এসময় এলাকাবাসী কাউন্সিলর লুৎফর রহমান মিন্টুর নামে মিথ্যা মামলা প্রত্যাহারে জোর দাবি জানান। এবং রোহান চৌধুরীর প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের দাবিও জানান। 

 

উপরে