প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২৩ ২১:৫৩

সৈয়দপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীর সৈয়দপুরে গণপ্রকৌশল দিবস ও ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  দিবসটি উদযাপন উপলক্ষে সংগঠনের সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।

শহরের সাহেবপাড়ায় অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে দিবসটির এবারের প্রতিপাদ্য “উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” এর ওপর  ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী  মো. মোনায়মুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক  মোমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় সভায় অন্যান্যদের বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আজিজুল ইসলাম কমল, প্রকৌশলী  মো. তহিদুল ইসলাম, নাজমুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ৫৩ বছর আগে প্রতিষ্ঠিত আইডিইবির প্রায় পাঁচ লাখ সদস্য শিল্প কারখানাসহ বিভিন্ন  ক্ষেত্রে দেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান  রেখে চলেছেন। এর আগে শহরের সাহেবপাড়াস্থ সংগঠনের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে আইডিইবি’র বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।

 

উপরে