প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৩ ১৩:৪৫

সৈয়দপুরে স্থানীয় সমস্যা ও সমাধান শীর্ষক গোলটেবিল আলোচনা সভা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে স্থানীয় সমস্যা ও সমাধান শীর্ষক গোলটেবিল আলোচনা সভা

নীলফামারীর সৈয়দপুরের স্থানীয় সমস্যা ও সমাধান শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেত্রী আমেনা কোহিনূর ওই গোলটেবিল আলোচনা সভার আয়োজন করেন। 

শুক্রবার সন্ধ্যায় শহরের স্থানীয় একটি হোটেলে বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় ওই গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। গোলটেবিল আলোচনা সভার শুরুতেই বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সার্বিক কর্মকান্ড সম্পর্কে আলোকপাত করেন সংস্থাটির রংপুর বিভাগীয় রিজিওনাল ম্যানেজার আলী ইজাদ। গোলটেবিল আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন আয়োজক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেত্রী আমেনা কোহিনূর। 

এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকন, সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদাক মহসিনুল হক মহসিন,সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, জাসদ (ইনু) নেতা আজিজুল ইসলাম, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুন, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, সাংবাদিক এম আর আলম ঝন্টু, আওয়ামী লীগ নেতা ইলিয়াস হোসেন, কৃষক লীগ নেতা আব্দুস সবুর আলম প্রমুখ।

গোলটেবিল আলোচনা সভায় বক্তারা রেলওয়ে শহর সৈয়দপুরের নানাবিধ সমস্যা ও বিভিন্ন সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। বক্তারা বলেন, সৈয়দপুরে দীর্ঘদিন যাবৎ যোগ্য ও সঠিক নেতৃত্বের চরম সংকট রয়েছে। ফলে এর অভাবে বাণিজ্যিক প্রধান সৈয়দপুর শহরের বিদ্যমান সমস্যাগুলো সমাধান ও উল্লেখযোগ্য কোন রকম উন্নয়ন সাধিত হয়নি। তাই সম্ভাবনাময়  সৈয়দপুরের সব রকম সমস্যাগুলো সমাধানে যোগ্য নেতৃত্ব সৃষ্টিতে গুরুত্বারোপ করেন তারা। গোলটেবিলে আলোচনায় সৈয়দপুরে সকল সমস্যা সমাধান করে পরিকল্পিত উন্নয়নে সুচিন্তিত মতামত ব্যক্ত করেন বক্তারা। এতে স্থানীয় রাজনীতিক,পেশাজীবী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্নস্তরের প্রতিনিধিরা অংশ  নেন।

 

উপরে