প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৩ ২২:১৭

শিবগঞ্জে বাংলাদেশ অটো, মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির পরিচিতি সভা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে বাংলাদেশ অটো, মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির পরিচিতি সভা

বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ অটো, মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির বগুড়া জেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সমিতির বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদকের বাসভবন সরকার ভিলায় এ অভিষেক ও পরিচিতি সভা বগুড়া জেলা শাখার সভাপতি মেসার্স সুমন রাইচ মিলের স্বত্ত্বাধিকারী এ.টি.এম আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন সমিতির বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মেসার্স মা-মনি চালকলের স্বত্ত্বাধিকারী এ.বি.এম আমিনুল হক (দুদু)। আরো বক্তব্য রাখেন উপদেষ্টা মেসার্স কিবরিয়া অটো রাইচ মিরের স্বত্ত্বাধিকারী গোলাম কিবরিয়া (বাহার), নাহিদ অটো রাইচ মিলের স্বত্ত্বাধিকারী আহম্মদ আলী স্বপন, নর্দাণ পেডী বাই প্রোডাক্ট গোলাম নবী (হাবলু), রজীব এন্ড ব্রাদার্স অটো রাইচ মিলের স্বত্ত্বাধিকারী রজীব উদ্দিন আহম্মেদ, মেসার্স অটো রাইচ মিলের স্বত্ত্বাধিকারী মোবারক
হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি গাবতলী চালকলের স্বত্ত্বাধিকারী জয়নাল আবেদীন, মোজাম্মেল চালকলের স্বত্ত্বাধিকারী মোজাম্মেল হক, থ্রি-স্টার অটো রাইচ মিলের স্বত্ত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক চালকলের স্বত্ত্বাধিকারী লতিফুল বারী মিন্টু, সহ-সম্পাদক সরকার চালকলের স্বত্ত্বাধিকারী ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হামিদ রাইচ মিলের স্বত্ত্বাধিকারী ছাইদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সরকার চালকলের স্বত্ত্বাধিকারীমাহফুজুল করিম টফি, কোষাধ্যক্ষ কর্ণফুল রাইচ মিলের স্বত্ত্বাধিকারী মোনায়েম খাঁন, দপ্তর সম্পাদক সাজেদা চালকলের স্বত্ত্বাধিকারী শহিদুল ইসলাম (সবুজ), ধর্ম বিষয়ক সম্পাদক করতোয়া সেমি অটো চালকলের স্বত্ত্বাধিকারী মোজাম্মেল হক, সাংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক জনাব বদরুদ্দোজা তৌফিক, সদস্য জান্নাতুল নাইম চালকলের স্বত্ত্বাধিকারী আশরাফ আলী, তিন ভাই চালকলের স্বত্ত্বাধিকারী ফারুক আহম্মেদ প্রমূখ।

উপরে