প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৩ ১৪:১৩

দিনাজপুরে রাস্তার পাশে রাখা ট্রাকে আগুন

অনলাইন ডেস্ক
দিনাজপুরে রাস্তার পাশে রাখা ট্রাকে আগুন

বিএনপি-জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিন সকালে দিনাজপুর শহরে রাস্তার পাশে রাখা একটি ভুট্টাবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শহরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পাশে আনন্দসাগর এলাকায় আজ সোমবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে ট্রাকের সামনের কেবিনটি পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনন্দসাগর মুক্তিযোদ্ধা পল্লী এলাকার বাসিন্দা গুলজার হোসেনের রোববার রাতে রাস্তার পাশে ভুট্টাবোঝাই ট্রাকটি পার্কিং করে রেখেছিল। আজ ভোরের দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

এ বিষয়ে দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন বলেন, ‘ভোরে একটি ভুট্টাবোঝাই  ট্রাকে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

উপরে