সাংবাদিক সমুদ্র হক’র মৃত্যুতে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের শোক

বগুড়ার উপস্থাপক, নাটক রচয়িতা, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার সমুদ্র হক এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ। সমুদ্র হক সাংবাদিকতার পাশাপাশি উপস্থাপনা, নাটক রচনা করতেন। পত্রিকায় ফিচার ও গল্প লিখে সুনাম অর্জন করেনে।
এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি, বগুড়া থিয়েটার এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, জোটের সাধারণ সম্পাদক ও বগুড়া বাউল গোষ্ঠির সভাপতি আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া আনন্দকণ্ঠ এর সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, বগুড়া নাট্যদলের সভাপতি মির্জা আহছানুল হক দুলাল, সংশপ্তক থিয়েটারের সভাপতি আব্দুল্লাহেল কাফী তারা, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা রানী সরকার পর্ণিমা, পাঠকপণ্য পাঠশালার সাধারণ সম্পাদক জয়ন্ত দেব, চর্চা সাংস্কৃতিক একাডেমির পরিচালক আব্দুল আউয়াল, শব্দকথন সাহিত্য আসরের সভাপতি আব্দুস সালাম বাবু, মাহাবুব টুটুল, গীতিচর্চা সঙ্গিতালয়ের সভাপতি তাপসী দে, সাধারণ সম্পাদক এইচ আলিম, প্রকাশ শৈলীর সভাপতি লুবনা জাহান, সাধারণ সম্পাদক ঈমামুল হুদা বিপ্লব, ফাল্গুনী থিয়েটারের সভাপতি রুবেল মিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন।