শিবগঞ্জে সাব রেজিস্ট্রার এর অফিস উদ্বোধন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং- এর মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পসহ আর্থ-সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন এর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়েছে।
মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শিবগঞ্জ উপজেলার সাব রেজিষ্ট্রার অফিস ও তিয়াইল মীর লাবণী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী ঘোষনার পর প্রধানমন্ত্রীর নাম ফলকে বাংলাদেশ সরকারের পক্ষে উক্ত ভবনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারন সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল রহমান রাজু, সাব- রেজিষ্ট্রার শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, গণপূর্ত বিভাগের উপসহকারি প্রকৌশলী রেজাউল করিম, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, বেলাল হোসেন, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম শফি, উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, অধ্যক্ষ মাহবুবে রফিক, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আত্তাব আলী, সহকারি শিক্ষক সাজ্জাদুর রহমান, জান্নাতুল মাওয়া, রাজিয়া সুলতানা, খালেদা খাতুন, পরিচালনা কমিটির সহসভাপতি আবু বক্কর সিদ্দিক,সাংবাদিক সোহেল আক্তার মিঠু , আব্দুর রউফ রুবেল, পবন রায়।